আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চনপাড়ায় মন্ত্রী গাজী নির্দেশে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলার চনপাড়া ৮ নং ওয়ার্ডে ৯৬৬ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, মহিলা লীগের সভাপতি নেত্রী নাজমা, স্বেচ্ছাসেব লীগের সাধারণ সম্পাদক  আবু বক্কর ছিদ্দিক।

 

প্রসঙ্গত করোনাভাইরাস পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে রূপগঞ্জ। বন্ধ রয়েছে অধিকাংশ কলকারখানা। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাড়ছে খাদ্য সংকট। শেষ খরব পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।