রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় বিপুল পরিমান বিয়ারসহ মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছেন র্যাব-১ ।
সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে হাসিনা বেগম হাসি ও তার স্বামী মহিউদ্দিন ওরফে মমিন সিকদারকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে র্যাব-১, সিপিসি-৩ এর পূবার্চল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, রবিবার রাত ১১টার দিকে র্যাব-১ সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের একটি অভিযানিক দল চনপাড়া বস্তির ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৫৩ ক্যান বিয়ারসহ হাসিনা বেগম হাসি ও তার স্বামী মহিউদ্দিন ওরফে মমিন সিকদারকে গ্রেফতার করেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চনপাড়া বস্তিসহ আশেপাশে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।