সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান । এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুব লীগের সহ-সম্পাদক এস এম শফিকুল ইসলাম জাহিদ , কাযকারি সদস্য এস.এম ইব্রাহিম , চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান , যুবলীগ সভাপতি ডাঃ আনোয়ার সাধারণ সম্পাদক চানমিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জসিম গাজী, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্বর্নালী আক্তার,যুব মহিলা লীগ সভাপতি রুমা রহমান , সাধারণ সম্পাদক সাকিলা আক্তার, শ্রমিক লীগ সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক দুদু মিয়া, সৈনিক লীগ সভাপতি সাগর , সাধারণ সম্পাদক জলিলসহ অনেকে।
পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। প্রসঙ্গত ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা। তার মাতার নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। শৈশব কৈশোর কেটেছে টুঙ্গীপাড়ায় নদীর তীরে বাঙালির চিরায়ত গ্রামীণ পরিবেশে, দাদা-দাদির কোলে-পিঠে। তিনি ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। তিনি ৪ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার দুই সন্তান। ছেলে সজীব ওয়াজেদ জয়। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।