সংবাদচর্চা রিপোর্ট:
“ভবিষ্যৎ জনসেবা নির্ধারনে নতুন প্রেক্ষাপটে এসডিজি রূপায়নে নতুন সরকার ব্যবস্থাপনার রূপরেখা” প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ আগস্ট দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদির, সি এইচ সি পি নূরজাহান, স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়নাল আবেদীন, জাকির সিকদার সহ অনেকে।