আজ মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তদের মাঝে বই বিতরণ করা হয়।

জোবাইর বিন জিহাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা প্রাপ্তদের মাঝে বই বিতরণ করা হয়। ৯ই অক্টোবর রোজ সোমবার এই কার্যক্রম সস্পন্ন হয়। সাতকানিয়া পৌরসভা মিলনায়তনে সাতকানিয়া পৌর এলাকার ০৯টি ওয়ার্ডের ৭৮ জনকে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ করেন চট্টগ্রাম দ:জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র, মোহাম্মদ জোবায়ের।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:শাহজাহান,প্যানেল মেয়র একে.এম. মোরর্শেদ, মোহাম্মদ আলি,মহিলা প্যানেল মেয়র শিকু আরা বেগম, কমিশনার দের মধ্যে মো:নুরুল হক নুরুল্লাহ,এনামুল কবির,নেচার উদ্দিন আহমদ, পৌর সচিব মো: রেজাউল করিম ও দ:জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ এনামুল হক প্রমূখ।