আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোষণার অপেক্ষা

সংবাচর্চা রিপোর্ট:

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রূপগঞ্জের ৫ টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত। যে কোনো সময় প্রকাশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হয়।শনিবারও বৈঠক হবে। বৈঠকে কায়েতপাড়া, মুড়াপাড়া, ভোলাব,ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

তৃণমূল থেকে কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ জাহেদ আলী, মুড়াপাড়ায় তোফায়েল আহমেদ আলমাছ, ভোলাবতে এড.তায়েবুর রহমান, গোলাকান্দাইলে কামরুল হাসান তুহিন, ভুলতায় ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়ার নাম প্রস্তাব করা হয়েছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ঐ ৫ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া নারায়ণগঞ্জ সদর-বন্দরের ১০টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত হয়েছে । যে কোনো সময় তা প্রকাশ করা হবে।