আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রিল কেটে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা:

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকার প্লেনসিট ব্যবসায়ী মোতাহার কাজীর বাড়িতে ডাকাতির সংঘটিত হয়েছে। গত ৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৩ টায় ১৫/২০ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্রিল কেটে ব্যবসায়ীর বসত ঘরে প্রবেশ করে। গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা নগদ টাকা, ভারতীয় রূপি, ইউএস ডলার ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমান টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
উল্লেখ্য,ব্যবসায়ীর অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা ছিলো। তাঁর সেই চিকিৎসার জন্য সংগৃহীত ভারতীয় রূপি ও ডলার ডাকাতরা লুটে নেয়।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপরর রয়েছে।