আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন মদ্রিচ

চলতি বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচ। মঙ্গলবার তিনি মোনাকোতে যান এই পুরস্কার গ্রহণ করতে। এই পুরস্কারটি ২৯ উর্ধ্ব বয়সী সফল খেলোয়াড়দের দেওয়া হয়। তার আগে আরো ১৭ জন এই পুরস্কার জিতেছিলেন। ২০০৩ সালে প্রথমবারের মতো গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেন রবার্তো ব্যাজিও। তখন তিনি ইতালিয়ান সিরি’আ লিগে ব্রেসসিয়ার হয়ে খেলতেন।

পুরস্কার জেতার পর অনুভূতি প্রকাশ করে মদ্রিচ বলেছেন, ‘এই পুরস্কার পাওয়াটা আমার জন্য সম্মানের। আস্তে আস্তে আমি আমার সেরা ফর্মে ফিরছি। এইবারের বিপক্ষের ম্যাচে সেটা আমি দেখিয়েছি। এই বছরে আরো সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আমাদের। আমরা আমাদের সেরা খেলাটা খেলে যাব।’

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দুজন স্প্যানিশ ফুটবলারও জিতেছিলেন। ২০১৪ সালে আন্দ্রেস ইনিয়েস্তা জিতেছিলেন। আর ২০১৭ সালে এই পুরস্কার জিতেছিলেন ইকার ক্যাসিয়াস। আর ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর স্ট্রাইকার এডিনসন কাভানি।

সর্বশেষ সংবাদ