আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে স্পিনিং মিলে অগ্নিকান্ড

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এলাচি রেস্টুরেন্টের পাশে সুমাইয়া স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩আগস্ট) বিকাল ৫ টা ৩০মিনিটের দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ওই স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তুলা ও উৎপাদিত সুতাসহ মেশিনপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্ব মোট ৫০ লাখ টাকার মতো।