আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলে নগদ অর্থ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার ৫ জুলাই সকালে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেয়া এ নগদ অর্থ বিতরণ করা হয়। জানা গেছে গোলাকান্দাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২’শ বাইশ পরিবার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অর্থ পাঠিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর হোসেন ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ চাঁন মীর, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্যানাল মেয়র ইস্রাফিল হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাসম রফিক, নাসির উদ্দিন মিয়া, জামাল উদ্দিন, মোফাজ্জল হোসেন খোকন, বাচ্চু ভূইয়া, জগদীস চন্দ্র দাস, আমীর হোসেন মিয়া, নাইম ভূইয়া, সংরক্ষিত মহিলা সদস্য আম্বিয়া হক ডলি, রেহেনা বেগম, নুর জাহান বেগম প্রমুখ।