গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী বাজারের মেইন রোডের পাশে একটি শাড়ির দোকানে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার পন্য ও দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয় বলে জানিয়েছেন দোকানদার।
এ ব্যাপারে দোকানের মালিক সংকর সাহা বলেন প্রতিদিন দোকানেই ঘুমাতাম কিন্তু শরীর খারাপ থাকায় দোকানে থাকতে পারিনি তাই আমার এত বড় ক্ষতি হয়ে গেল।
সরজমিনে গিয়ে দেখা যায় দোকানে ঢোকার সময় প্রথমে একটি ঝাপ ও তারপর আরও একটি। তাছাড়া দোকানে মোট ৮টি তালা লাগানো ছিল কিন্তু তা স্বত্তেও দোকানটি চুরি হয়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করা হয়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম এনামুল কবীর বলেন, চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।