সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জের গুদনাইলে ৩ মাদক ব্যবসায়ীকে ২০৫ পিস ইয়াবাসহ আটক আটক করা হয়েছে। শনিবার ( ৪ মে) গোপন তথ্যের ভিত্তিতে ব্যার ১১ এর অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসামীরা হলেন মোঃ আবুল কালাম (৪৫), কামরুন নাহার পিংকি (২৮) এবং মোসাঃ রাবেয়া শুক্লা (৪৮)। আসামীদের দেহ তল্লশী করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত মোঃ আবুল কালাম এর বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা এলাকায় হলেও সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তাছাড়া গ্রেফতারকৃত পিংকি ও তার মা, শুক্লাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পিংকি মাদক মামলায় গ্রেফতার হয়ে ১ মাস পূর্বে জামিনে ছাড়া পেয়েছে। তারা সকলে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিলো ।