নিজস্ব প্রতিবেদক:
ফেইসবুকে মেয়েদের গ্রুপ গার্লস এম্পাওয়ার্ড আয়োজনে নারায়ণগঞ্জে ঈদ মেলার আয়োজন করা হয়েছে। মেলার বাকি ২ দিন। ঈদ উপলক্ষে মেলা শুরু শনিবার (২৬ থেকে ৩০ মে) ৫দিন ব্যাপী ৯ রোজা থেকে ১৩ রোজা পর্যন্ত মেলা চরবে। মেলা অনুষ্ঠিত হবে রাইফেল ক্লাবের ৩য় তলা ।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে উদ্যোক্তাদের সেল বাড়ানোর জন্য ক্রয় এর উপর ফ্রি মেহেদি, ফ্রি ফটোশুট, লটারির ব্যবস্থা। মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্যে থাকছে আরো বিভিন্ন ধরনের অফার। স্টলে থাকছে বিভিন্ন রকম ঈদ অরনামেন্টস। সেই সাথে থাকছে পন্য ক্রয় এর উপর ডিসকাউন্ট।
আরোও থাকছে মেকআপ প্রোডাক্ট, হোমমেড প্রোডাক্ট, ড্রেস, শাড়ি, আরো অনেক কিছুর স্টল আর ডিসকাউন্ট।
আর উদ্যোক্তাদের মালামালের নিরাপত্তার জন্য পূর্ন নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে বলে জানান আয়োজকরা।