আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্বন্দ্ব নিরসনে এক সঙ্গে কাজ করবে গাজী-বাবু

নবকুমার:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সঙ্গে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। রবিবার (৮ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কে কিভাবে আরো সু-সংগঠিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রুপিং দ্বন্দ্ব নিরসনে গোলাম দস্তগীর গাজী এবং নজরুল ইসলাম বাবু এক সঙ্গে কাজ করতে    ঐক্যবদ্ধ হয়েছে । বৈঠকে ভূমিদস্যু বালু সন্ত্রাসীদের ব্যাপারে কথা হয়েছে। ভূমিদস্যু বালু সন্ত্রাসীদের কোনো প্রকার ছাড় দেবে না এ দুই নেতা।

এছাড়া রূপগঞ্জ সীমান্ত ঘেষা আড়াইহাজারের যে রাস্তা-খাল রয়েছে সেগুলোর উন্নয়নের ব্যাপারও বৈঠকে আলোচনা হয়েছে । মন্ত্রী উন্নয়নের ব্যাপারে নজরুল ইসলাম বাবুকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত , গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন্দল দূর হচ্ছে। ক্লিন ইমেজের ব্যক্তিদের রাজনীতিতে প্রতিষ্ঠা করা হচ্ছে।  বিতর্কিতদের সতর্ক করা হচ্ছে।