আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

মাদক ব্যবসায়ী

গাঁজাসহ আটক

 

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ শ’ ৫৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ শ’ গ্রাম গাঁজা এবং ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে।
শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী এটিএসআই বিজয় সূত্র ধরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কেওঢালা ভূইয়াবাড়ী মাদ্রাসার সামনে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার টাকাসহ সোনারগাঁ থানার পাঁচআনী নদীর পাড় এলাকার মতিউর রহমানের ছেলে ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করে।
একই রাতে বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুলসহ সঙ্গীয় র্ফোস পশ্চিম কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গাঁজাসহ গকুলদাসের বাগ এলাকার মুল্লুক চাঁন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আলীনুর রহমান (৪৫)কে গ্রেপ্তার করে।
অপর দিকে বন্দর থানার এএসআই শহিদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ জনতা ক্লাবের সামনে অভিযান চালিয়ে ৪৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আলীনূর মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ইকবাল (৩০)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শরীফুলসহ সঙ্গীয় র্ফোস একই রাতে কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কামতাল এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আয়নাল (৪৫) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।