আজ বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাঁজা নিয়ে হালিমা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সাড়ে ৩’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হালিমা বেগম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় একজন নারী পুলিশ সদস্য শরীর তল্লাশী করতে চাইলে নারী মাদক বিক্রেতা হালিমা নিজেই স্বীকারোক্তি দেন তার কাছে মাদকদ্রব্য গাঁজা আছে।

এ ঘটনায় আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. রওশন পেলদৌস বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।

মামলায় বলা হয়, থানার একটি টহল দল উপজেলার রামচন্দ্রদী বাজারে অবস্থানের সময় গোপন সূত্রে সংবাদ পায় গোপালদী পৌরসভার পূর্বপাড়া গ্রামে নারী মাদক বিক্রেতা হালিমা বেগম তার বসতবাড়ীর চলাচলের রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে পুলিশের টহল দলের সদস্যরা তাৎক্ষনিক সেখান উপস্থিত হলে পালিয়ে যাওয়ার সময় হালিমা বেগমকে আটক করে। মামলায় আরো বলায় হয় উদ্ধার হওয়া গাঁজার মূল্য সাড়ে ৩ হাজার টাকা।