আড়াইহাজারে আড়াই লাখ টাকার গাঁজা উদ্ধার
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকাÑ সিলেট মহাসড়কের বাগবাড়ী যাত্রী ছাউনী এলাকা থেকে প্রায় আড়াই লাখ টাকা মুল্যের ৫০ কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কার আটক ও ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী একটি প্রাইভেট কার ( নং ঢাকা মেট্রো-চ- ১৩- ৪৯৩৭) কে চ্যালেঞ্জ করে তা তল্লাশী চালায়। ওই সময় গাড়ীতে থাকা ৫০ কেজি ওজনের গাঁজা উদ্ধার করে গাড়ী ও চালক সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে ডিবির সদস্যরা। আটককৃতরা হচ্ছে, বি বাড়িয়া জেলার সিঙ্গাইর বিল গ্রামের আবুল কাসেমেরে ছেলে রিমন (২২), নওবাড়ী গ্রামের মাসুদের ছেলে পারভেঝ (২০), আযমপুর গ্রামের মৃত ছয়দুর রহমানের ছেলে আশিক (৩২), মধ্যপাড়া গ্রামের মৃত: জারু মিয়ার ছেলে মামুন (২৫) ও সরকার পাড়া গ্রামের আঃ রউফের ছেলে বখতিয়ার (৩২)।