আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাতি গণপিটুনীতে নিহত ১ ডাকাত

গণপিটুনীতে

আড়াইহাজারে ডাকাতি গণপিটুনীতে নিহত ১ ডাকাতগণপিটুনীতে

আড়াইহাজার প্রতিনিধি:

ব্যাপক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে আড়াইহাজারে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।গণপিটুনীতে অজ্ঞাত ১ডাকাত নিহত ও  ডাকাতদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে।

গৃহকর্তার ছেলে জাকির জানান, তাদের বাড়ি থেকে ৫ভরি স্বর্ণালংকার নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায ডাকাতরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

একই রাত ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের সিরাজুল ইসলাম ভুইয়ার বাড়িতে হানা দেয় ডাকতাদল। ডাকাতরা দালানের গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বাড়ির লোকজনদের জিম্মি করে ৪ভরি ওজনের স্বর্ণালংকার, ৮হাজার টাকা, ৪টি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট নেয়। ওই সময় বাাড়ির লোকজনদের চিৎকারে লোকজন বেরিয়ে আসলে ডাকাতরা বোমা ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

আড়াইহাজার থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় ফাউসা গ্রামের খলিলুর রহমান ভুইয়ার বাড়িতে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতদল দ্বিতল ভবনের নিচ তলায় লোহার গেইট ও দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে ঢুকে। পরে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ওই সময় টের পেয়ে গৃহকর্তার ছেলে জাকির দোতালায় গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা এলোপাথারী ককটেল বিস্ফোরন ঘটাতে থাকে এবং গৃহকর্তার ভাতিজা ছোটন (২৪)সহ ২জনকে টেটা বিদ্ধ করে আহত করে। ওই সময় এলাকাবাসী ডাকাতদের কয়েকদিক থেকে ধাওয়া দিয়ে এক ডাকাতকে (২৪) ধরে ফেলে। পরে জনতা ধৃত ডাকাতকে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই ডাকাতের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতি ও গণপিটুনীতে ডাকাত হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।