নবকুমার:
রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় গাজী ষ্টেডিয়ামে “ পূর্বগ্রাম স্পোর্টস এন্ড ইউথস ওয়েল ফেয়ার” ক্লাবের উদ্যোগ মহব্বত হোসেন খান নয়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।গতকাল শুক্রবার বিকেলে খেলা শুরু হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা ফুটবল একাদশ।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে।
তিনি বলেন, আমাদের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হচ্ছে। মাদক হতে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে।
গোলাম দস্তগীর গাজী আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে সবাইকে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়ন চিত্র ভোটারদের কাছে কাছে তুলে ধরতে হবে।
খেলা শেষে বিজয়ীদের হাতে টফি তুলে দেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান , শ্রী রবি রায় , জামান মিয়া, চৌমুহনী সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ ভুঁইয়া, পূর্বগ্রাম স্পোর্টস এন্ড ইউথস ওয়েল ফেয়ার ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ কে এম ওবায়দুল্লাহ খান রাকিব, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, আওয়ামী প্রজম্মলীগ নেতা শাহিন আলম খানসহ অনেকে।