সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
এসময় সভাপতির বক্তব্যে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেন, ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা প্রচুর। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলা করা জরুরী। খেলাধুলা ছাত্রদের মন প্রফুল্ল রাখে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচায়। এছাড়া বর্তমানে তরুন সমাজ মাদকে ধাবিত হবার অন্যতম কারন হচ্ছে খেলাধুলা থেকে সরে যাওয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার জহির উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী আরিফ হোসেন, গোলাম কিবরিয়া সাত্তার, মোবারক হোসেন, আলী আহমদ প্রমুখ।
এসএএইচ/এসএএইচ