আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে বিএনপি: জাহাঙ্গীর আলম

খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে

খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী  অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ‘বিএনপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনির ভাইকে মনোনয়ন দিয়েছে। বিএনপি খুনির পরিবারকে প্রশ্রয় দিয়েছে। এতেই প্রমাণ হয় বিএনপি সংঘর্ষ এবং খুনের রাজনীতি করে।’ বৃহস্পতিবার (২১ জুন) ২৩নং ওয়ার্ড শিমুলতলী এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি প্রার্থী পাঁচবার জনপ্রতিনিধি হয়েও এলাকার কোনও উন্নয়ন করতে পারেননি। নিজের পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমি গাজীপুরবাসীকে কথা দিচ্ছি, নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে জমি-দোকান স্থায়ীভাবে দরিদ্রদের নামে বরাদ্দের ব্যবস্থা করবো। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই, ভোট চাই।’

বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরের বাসন এলাকার বাসভবন থেকে বের হয়ে শিমুলতলী থেকে প্রচারণা শুরু করেন জাহাঙ্গীর আলম। পরে মহানগরের জয়দেবপুর, লক্ষীপুর, মাড়িয়ালী, হাড়িনাল, নীলেরপাড়া, আদাবৈ ও সামন্তপুর এলাকায় পথসভা এবং গণসংযোগ করেন তিনি।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘রাজধানীর পরই গাজীপুর। আমি নির্বাচিত হলে গাজীপুরের উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেবো। অতীতে বিএনপি প্রার্থী জনপ্রতিনিধি ছিলেন। অথচ সুযোগ থাকার পরও চোখে পড়ার মতো তেমন কোনও উন্নয়ন নাই। যেমন বড় রাস্তা নাই, ড্রেন নাই, রাস্তায় ফুটপাত নাই। আমি জনগণের কর্মচারী হয়ে এসব কাজ করতে চাই। আপনারা আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এসব কাজ করার সুযোগ দেবেন।’

আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রচারণায় অংশ নেন। এছাড়া মহাজোট শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দলের নেতাকর্মীরাও প্রচারণা চালান। সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মতিউর রহমান মতি, জয়দেবপুর থানা জাতীয় পার্টির সভাপতি বজলুর রহমানসহ নেতারা বক্তব্য রাখেন।