আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার জামিনে সরকারের কোন বাধা নেই: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার: 

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রতীক বলেছেন, আওয়ামীলীগ আইনের শাসনে বিশ্বাসী । বিএনপি খালেদার জিয়ার জামিন নিয়ে  মিথ্যাচার করছে। খালেদার জামিনে সরকারের কোন বাধা নেই। দেশের প্রচলিত আইনের মাধ্যমে খালেদা জিয়ার কারাদন্ড হয়েছে। যারা বলে সরকারের বাধার কারণে খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না তারা আইনের শাসনে বিশ্বাসী নয়।

বৃষ্পতিবার (২০ জুন ) রূপগঞ্জ অডিটোরিয়ামে  যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত নারায়নগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক রাব্বী মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বন্ধবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বর্তমান সরকারের আমলে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। শেখ হাসিনার কারণে নুসরাত হত্যার বিচার হচ্ছে। এক সময়ের আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী  লতিফ সিদ্দিকী আদালত কারাগারে পাঠিয়েছে। সুতরাং  বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।

তিনি বলেন, দেশে সুশাসন আছে বলে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বিদায়ী জেলা প্রশাসক রাব্বী মিয়া, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,  উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, তোফায়েল আহমেদ আলমাছ, নুরুল ইসলাম জাহাঙ্গীর সহ অনেকে।

এছাড়া জেলা প্রশাসক রাব্বী মিয়াকে ক্রেস্ট প্রদান করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় রাব্বী মিয়া বলেন,মানুষের গড়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, প্রয়োজন মনুষত্ববোধ। প্রতিটি সন্তান তার বাবা মাকে ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। আর বাবা মাকে ভালোবাসলে ও সম্মান দিলেই সমাজ বিকশিত হবে।