নিজস্ব প্রতিবেদক:
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। বুধবার রাত সাড়ে শামীম ইসকান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে গিয়ে আবেদনপত্রটি দিয়ে আসেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটা আবেদন পেয়েছি। বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে। আবেদনটি পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ডায়াবেটিসসহ কিছু জটিল রোগ ও করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিদিন। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।তার অক্সিজেন লেভেল ওঠানামা করছে। বেগম জিয়া বুধবার সকাল থেকে কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছেন।এই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার ব্যাপারেও তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে মঙ্গলবার। তারা বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন, সেরে ওঠার পরও তারা কমবেশি সবাই কিছু জটিলতায় ভুগেছেন। খালেদা জিয়ারও সেটিই হয়েছে।তার বয়স ৭৬ বছরের ওপরে।বিদেশে চিকিৎসা খুবই জরুরী।
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। বুধবার রাত সাড়ে শামীম ইসকান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে গিয়ে আবেদনপত্রটি দিয়ে আসেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটা আবেদন পেয়েছি। বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে। আবেদনটি পরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ডায়াবেটিসসহ কিছু জটিল রোগ ও করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিদিন। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।তার অক্সিজেন লেভেল ওঠানামা করছে। বেগম জিয়া বুধবার সকাল থেকে কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছেন।এই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার ব্যাপারেও তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে মঙ্গলবার। তারা বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন, সেরে ওঠার পরও তারা কমবেশি সবাই কিছু জটিলতায় ভুগেছেন। খালেদা জিয়ারও সেটিই হয়েছে।তার বয়স ৭৬ বছরের ওপরে।বিদেশে চিকিৎসা খুবই জরুরী।