আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খানপুরে আঙুল কর্তন করা সেই হিরা সহযোগি সহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে ইয়াবা সহ হিরা ওরফে আঙুল কাটা হিরা ও তার সহযোগি সাইফুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৫২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরা ওরফে আঙুলকাটা হিরা খানপুর এলাকার আউয়ালের ছেলে ও সাইফুল ইসলাম টুটুল একই এলাকার তোফাজ্জলের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার জানান, সোমবার বিকালে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করার সময় হিরা ওরফে আঙুলকাটা হিরা ও তার সহযোগি সাইফুল ইসলাম টুটুলকে ৫২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হিরার আঙুল কর্তন করা হয়।