সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন , করোনা ভাইরাসের মতো বিপর্যয় সৃষ্টি করে মানবজাতিকে আল্লাহ অনেকবার ধ্বংস করেছেন তা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যেমন সূর কাসাস এর ৫৯ নং আয়াত, সূরা হুদ এর ১০১-১০৩ নং আয়াত, সূরা আনআম এর ৪৯, ৯৩, ১৪৪, ১৫৭ নং আয়াত, সূরা জুমার ২৪-২৬, ৩২, ৪৭-৪৮, ৫১, ৬৩ নং আয়াত , সূরা মুমিন এর ১৮, সূরা কাহাফ এর ৫৭ নং আয়াত সহ বিভিন্ন আয়াতে এবং কি কারণে বিভিন্ন সম্প্রদায় ও জাতিক ধ্বংস করেছে তার স্পষ্ট বর্ননা দিয়েছেন। অন্যদিকে মানবজাতি ধ্বংস থেকে কোন পদ্ধতিতে রক্ষা পাবে মানবজাতির একমাত্র অভিভাবক হিসেবে কোরআন শরীফে তার বিশদ বর্ণনা দিয়েছেন।’
মঙ্গলবার ২৬ মে গণমাধ্যমে পাঠানো পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তৈমূর আলম খন্দকার বলেন, কোরআন শরীফে আল্লাহ শুধু শাস্তির কথাই বলেন নাই, হেদায়েত করার কথাও বলেছেন। কোরআন শরীফে দুনিয়ার কথা বলা হয়েছে ১১৫ বার অন্যদিকে আখেরাতের কথা বলা হয়েছে ১১৫। জীবনের কথা বলা হয়েছে ১৪৫ বার, অন্যদিকে মৃত্যু কথা বলা হয়েছে ১৪৫ বার। ফেরেশতার কথা বলা হয়েছে ৮৮ বার, অন্যদিকে শয়তানের কথা বলা হয়েছে ৮৮ বার। কুফরের কথা বলা হয়েছে ২৫ বার ইমানের কথা বলা হয়েছে ২৫ বার। বিপদের কথা বলা হয়েছে ৭৫ বার আবার শোকরের কথা বলা হয়েছে ৭৫ বার। কোরআন একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা মানবজাতিকে উপহার দিয়েছে। আসুন কোরআন করোনা থেকে বাঁচার সমাধান খোঁজ করি।