আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোন রাজনীতি যেন আমাদের ছুঁতে না পারে: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন নিয়ে বলেছেন, ২৩ তারিখে আমরা ভোট দিব। উৎসব মুখর নির্বাচন আমরা চাই। ক্লাব একটি রিক্রিয়েশনের স্থান। ফলে এখানে যেন কোন রাজনীতি আমাদের ছুঁতে না পারে। ৫ বছর পরে যে পরিবর্তনের ধারা ক্লাবে এসেছে। সে ধারা অব্যাহত থাকবে। এবং পরিবর্তনের সাহস যারা করেছে সেই সাহসের আমরা তারিফ করবো। এটা অব্যাহত থাকবে, এই আশাই রাখছি।
সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে সাংষ্কৃতিক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ইকবাল হাবিব নারায়ণগঞ্জ ক্লাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। মেয়র এই দ্ইু প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন।