আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরামবোর্ড খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষঃ আহত ২০, গ্রেফতার ৯

সংবাদচর্চা অনলাইনঃ

সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছে।  রোববার ২রা আগষ্ট রাত ১১টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এ ঘটনায় জেলা আওয়ামীলীগের সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে , ঘটনার দিন (রোববার) রাতে সুমিলপাড়া রেললাইন এলাকায় কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে আক্তার হোসেন ওরফে পানি আক্তার ও শাকিল নামে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এ ঘটনার জের ধরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আক্তার হোসেন ওরফে পানি আক্তার সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতির সহযোগী অন্যদিকে শাকিল নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী।

 এঘটনার পর থেকে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করেছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক দৈনিক সংবাদচর্চাকে জানান, আমরা এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছি।অভিযুক্তরা যেই হোক আমরা কাউকে ছাড় দিব না।তিনি জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।