নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাথে জরুরি সভা করেছেন কেন্দ্রীয় যুবদল। ১২ নভেম্বর সংহতি সমাবেশ সফল করার লক্ষে বিএনপি নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে ঢাকা বিভাগের জেলা ও মহানগরের নেতাদের সাথে সভার অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু এ সভায় মিলিত হন।
সভায় নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ঢাকা জেলা যুবদলের আহবায়ক নাজিমউদ্দিন ভিপি, গাজীপুর জেলার সভাপতি আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, নরসিংদী জেলার আহবায়ক এমরান হোসেন বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আরো উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, মমতাজউদ্দিন মন্তু, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু ও বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন। সভায় জেলা ও মহানগরের নেতাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেয়া হয় উল্লেখ করে খোরশেদ জানান, সমাবেশ সফল করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নারায়ণগঞ্জ মহানগরের উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।