নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান ও শ্মাশানের উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শুক্রবার মেয়র আইভী পরিদর্শন করেন। এ সময় কাউন্সিলর খোরশেদ সেলিনা হায়াৎ আইভীর কাছে কবরস্থানে প্রবেশের জন্য আরেকটি রাস্তা নিমার্ণ, কবরের জন্য নতুন জায়গা তৈরী, শ্মশানের পুরাতন দোতালা ভবনটি জড়াজীর্ন হয়ে যাওয়ায় নতুন ভবন নির্মাণ ও শ্মশানের ডোমদের জন্য নতুন আবাসনের কথা তুলে ধরলে মেয়র সেলিনা হায়াৎ আইভী তাৎক্ষনিক কবরস্থানের পুকুর ভরাট করে কবরের জায়গা বৃদ্ধি ও বিকল্প রাস্তা নির্মাণের ঘোষনা দেন। এছাড়া শ্মশানের পুরাতন ভবন ভেঙ্গে পূর্ন নির্মান, পুকুরের গাইড ওয়াল ও সুইপারদের অন্য স্থানে স্থানান্তর করার ও সিদ্ধান্ত জানান ।
কবরস্থান ও শ্মশানের সীমানা দেয়ালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন , নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান ও শ্মশানের উন্নয়নে মহা পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা অচিরেই বাস্তবায়িত হবে।