টি.আই.আরিফ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। গতকাল দুপুরে গোলাকান্দাইলে দীপু ভুঁইয়ার কাচারিবাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া বলেন, সাংবাদিকরা মন খুলে লিখতে পারবে। অন্যায় করলে আমার বিরুদ্ধেও লিখবেন।আমার রিরুদ্ধে লিখলে আমার কাছের লোকেরা অন্যায় করার সাহস পাবে না। কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে দল থেকে তাকে বহিষ্কার করা হবে।
তিনি বলেন,গাউছিয়া মার্কেটের কাউকে আমি বলি নাই রাজনীতি করতে।
দীপু ভুঁইয়া বলেন,পূর্বাচল আলাদা সিটি কর্পোরেশন হলে এই অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করা যাবে। এতে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়ন আরও পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চান দীপু ভুঁইয়া।
তিনি বলেন, গত ১৭ বছর রূপগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিরাপদে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটা নিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের কাছে দাবি জানান তিনি।
তিনি বলেন, তারাব পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভা করা হয়েছে। অথচ কোনো নাগরিক সুবিধা নেই।
নেই লাইট ও ড্রেনেজব্যবস্থা। রূপগঞ্জের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা তারাব পৌরসভার। রূপগঞ্জের স্বাস্থ্যের অবস্থাও ভালো না। সরকারি হাসপাতালে মানুষ যায় মামলার জন্য, চিকিৎসার জন্য নয়।
দিপু ভূঁইয়া আরো বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর রূপগঞ্জ গড়ে যেতে চাই।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, কলামিস্ট মীর আব্দুল আলীম, সাংবাদিক আলম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, সাংবাদিক সাত্তার আলী সোহেল, খলিল সিকদার, মকবুল হোসেন, মাসুদ করিম, রিয়াজ হোসেন খান, হানিফ মোল্লা,
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা শিপলু ভূইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রকাশনা বিষয়ক সম্পাদক টি.আই.আরিফ প্রমুখ।

