আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবপুরে ইসলামী ছাত্রসেনার জশনে জুলুস

ফতুল্লা প্রতিনিধি: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইসলামী ছাত্রসেনার উদ্যোগে জশনে জুলুস মিছিল বের করা হয়। গতকাল রোববার দুপুরে ইসলামী ছাত্রসেনা নন্দলালপুর ৮ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মিছিলটি বের করা হয়।
মিছিলটি নন্দলালপুর কেন্দ্রীয় সুন্নি পুরাতন জামে মসজিদ থেকে বের হয়ে নয়ামাটি আমির আলী রোড রেললাইন সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তালতলা অবস্থান করে। পরে মিছিলটি আবার নন্দলালপুর বটতলা এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মিলাদের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন-পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য খুশির দিন। মিলাদুন্নবী মুমিনদের জন্য সকল ঈদের সেরা ঈদ। কারন নবিজী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম যদি পৃথিবীর বুকে আগমন না হত, তাহলে আমরা নামাজ, রোজা, হজ্জ, যাকাত, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা কিছুই পেতাম না তাই আমাদের সবচেয়ে বড় খুশির দিন হচ্ছে নবিজীর আগমনের দিন। ইসলাম শান্তির ধর্ম,আর এই শান্তির বার্তা নিয়েই এসেছিলেন আমাদের প্রিয় নবী । তিনি কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম এর মাধ্যমে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে আরবের মানুষের মাঝে সভ্যতার আলো জ্বালিয়ে দিয়েছিলেন আর সেই কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ইসলামী ছাত্রসেনা কাজ করে যাচ্ছে। তাই সমাজ থেকে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে স্বাধীনতার স্বপক্ষ শক্তি ইসলামী ছাত্রসেনায় যোগ দিন।

জশনে জুলুস মিছিলে আরো উপস্থিত ছিলেন-নন্দলালপুর কেন্দ্রীয় সুন্নি পুরাতন জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা শাহাদাৎ হোসাইন আজমি, সাবেক নন্দলালপুর কেন্দ্রীয় সুন্নি পুরাতন জামে মসজিদ এর ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আলী আযম ভূঁইয়া, হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম কমিটি নন্দলালপুরের সাহেব-সভাপতি আলহাজ্ব সামাদ কন্টাক্টর, আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ মিয়া, মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ্ব আজিজুর রহমান সাহেব, মো: মমিনুল ইসলাম-সহ সভাপতি, মোঃ মাসুম আহমেদ-সাধারন সম্পাদক, ইসলামী ছাত্রসেনা নন্দলালপুর ৮নং ওয়ার্ড, মোহাম্মদ অনিক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আমির হামজা, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ নুর-নবী সহ ছাত্রসেনা, হিজবুর রাসূল (দ:) কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য নেতৃবৃন্দগণ ও মুক্তিযোদ্ধা সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।