আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুট্টি হত্যার আসামী গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি হত্যার অন্যতম আসামী সাদ্দাম হোসেন কে গ্রেফতার করেছে । বৃহষ্পতিবার (২৭ জুন) ভোরে প্রযুক্তির মাধ্যমে চনপাড়া বস্তি থেকে সাদ্দাম কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রূপগঞ্জ উপজেলার চনপাড়া মোড় এলাকার এনায়েত হোসেনের ছেলে।

গ্রেফতার সাদ্দাম হোসেন হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ফোঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

পুলিশ সুত্রে জানা গেছে সাদ্দাম হোসেন অন্য আসামীদের যোগসাজে কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে।

প্রসঙ্গত গত বুধবার (২৬ জুন)  প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনাই পুলিশের কাজ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।