আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিছু মানুষ চান নাই শুক্কুর ভাই সভাপতি হোক : শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন: তিনি রাজনীতি বিক্রি করে খায় নাই। উনি আশেকে রাসুল ছিলেন। উনার অনেক স্বপ্ন ছিলো। কিছু লোক চায় নাই এবার শুক্কুর ভাই জাতীয় শ্রমিক লীগের সভাপতি হোক।

১৫ ফেব্রুয়ার শনিবার বিকেলে বন্দরের কবিলের মোড় এলাকাতে প্রয়াত শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতি এখন রাজনীবিদদের কাছে অনুপস্থিত। অনেকেই রাজনীতি করেন মঞ্চে চেহারা দেখাতে। তারা এটাকে পুঁজি করে চলেন। শামীম ওসমানের চেয়েও হাজার গুণে বেশী ভালো ছিলেন প্রয়াত শুক্কুর মাহমুদ। তিনি আজ চলে গেছেন। তাঁর মত নেতার অভাব অপূরণীয়। ’

শামীম বলেন,  ‘আমি মিথ্যা কথা বলি না। সত্য বলি, চেষ্টা করি সত্যের উপর থাকতে। অনেক ত্যাগী পোড় খাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী অবহেলিত। অনেকের বাড়িতে চুলাও ঠিক মত জ্বলে না। কিন্তু এখন যেদিকে দেখি সেদিকেই শুধু আওয়ামী লীগ। সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছেন।’

তিনি বলেন, সমাজে ৯৮ ভাগ ভালো মানুষ। কিন্তু ২ ভাগ খারাপের কারণে অনেক ভালো মানুষ সামনে আসতে পারে না। সব শ্রেণির মধ্যেই এটা বিদ্যমান। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা দলের জন্য নিবেদিত তাদের সামনে আনতে হবে। ২ পার্সেন্ট খারাপের কাছে হেরে গেলে চলবে না।

সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান,  মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সেক্রেটারী কাজিমউদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।