আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় বিদেশ ফেরত দুইজনকে জরিমানা

প‌রিপূর্ণ হোম কোয়া‌রেন্টাইনে না থাকায় এবং সরকারি আইন অমান‌্য করায় বিদেশ ফেরত ০২(দুই) জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জ‌রিমানা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকার মৃত সোবহান হোসেনের ছেলে  নুর সালাম, জয়নালের ছেলে আনোয়ার হোসেনকে জরিমানা করা হয় । তারা দুইজন মালয়েশিয়া ও দুবাই থেকে দেশে ফিরেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সরেজমিনে তাদের বাসায় গিয়ে দেখেন তারা পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। যাহা তাদের সহ অন্যান্য সকলের জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ।

                                     রূপগঞ্জে ইতালি ফেরত প্রবাসীকে জরিমানা

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে নুর সালাম এবং আনোয়ার হোসেনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া তাদের পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নোর্টিশ সাটিয়ে দেওয়া হয়।