আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (আন্ডা রফিক) এর পদ ত্যাগের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয় জনগণ। উল্লেখ্য যে আন্ডা রফিকের বিরুদ্ধে ভূমিদস্যু ,দুর্নীতি, স্বজনপ্রীতি, জুলুমবাজ, মাদক, নারীবাজী সহ নানা অপরাধ মূলক কাজে জড়িত থাকায় স্থানীয় জনগণ সোমবার দুপুরে এই মানববন্ধন করেছেন।

মানববন্ধনে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৪ং ওয়ার্ডের সদস্য ফারুক বলেন, জোর করে সাধারণ মানুষের জমিতে বালু ভরাট করে নিজের দখলে নেয়। এতে করে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সুনাম নষ্ট হচ্ছে আমি সদস্য হিসেবে এই আন্ডা রফিকেরে পদত্যাগ চাই। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই জনবিচ্ছিন্ন আন্ডা রফিককে বহিষ্কার করে দলের সুনাম রক্ষা করবেন।

মানববন্ধনে ৯ নং ওয়ার্ডের সদস্য বজলু বলেন, আমরা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি আমরা সমাজের অপরাধ মূলক কাজ করতে পারি না। তাই মাদক ব্যবসায়ী, নারীবাজ, ভূমিদস্যু ,দুর্নীতি, স্বজনপ্রীতি, জুলুমবাজ আন্ডা রফিককে মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে বহিষ্কার করে আমাদের কায়েতপাড়া ইউনিয়নবাসীকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিবেন।

কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধনে শ্লোগান দেয় যে ‘এক দফা এক দাবি আন্ডা তুই কবে যাবি’

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  সদস্য মোশারফ, আলতাব, মহিউদ্দিন প্রমুখ।