আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশীপুরে আওয়ামীলীগ নেতা ইকবাল শেখে ছেলের বিয়ার সহ পাকড়াও

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে আওয়ামীলীগ নেতা ইকবাল শেখের ছেলে দাউদের বিয়ার সহ ধরা পড়ল রাতুল (২২) নামে এক যুবক। এসময় তার বসত ঘর থেকে ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কাশিপুর দেওয়ান বড়ি থেকে বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রাতুল  কাশীপুর দেওয়ান বাড়ি এলাকার হারুন প্রধানের ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম  জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় মাদকের একটি চালান এসেছে। সে সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. রাতুল নামে এক যুবককে ১৪৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয়েছে। বিয়ারগুলো আওয়ামীলীগ নেতা ইকবাল শেখের ছেলে দাউদের বলে জানা গেছে। তবে তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।