সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজারের মেঘনা বেষ্টিত দূর্গম কালাপাহাড়িয়া এলাকার সন্ত্রাসী সাইদুল (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এস,আই কায়কোবাদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় র্ফোস নিয়ে গিয়ে তার নিজ বাড়ী খালিয়ারচর থেকে তাকে গ্রেফতার করে।
এলাকাবাসী জানায়, সাইদুল কালাপাহাড়িয়া এলাকার ত্রাস। সে ২০১৬ সালে কুমিল্লার হোমনা থানা এলাকায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুক যুদ্ধের বিষয়ে হোমনা থানায় দায়েরকৃত মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে হোমনা থানায় ৩টি মামলা রয়েছে মামলা নং ৮(১২) ১৬, ৯( ১২) ১৬ এং ১০(১২) ১৬। ওই বন্দুক যুদ্ধে চেয়ারম্যান স্বপনের আপন চাচাতো ভাই ডালিম (৩০) পুলিশের গুলিতে নিহত হয়। সাইদুল খালিয়ারচর গ্রামের আনসার আলীর পুত্র।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, কুমিল্লার হোমনা থানায় ২০১৬ সালের মামলায় সাইদুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতারের পর রোববার নারায়নগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।