আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় বিপুল সংখ্যক টেঁটা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় বিপুল সংখ্যক টেঁটা উদ্ধার করা হয়েছে। শনিবার ২৫ ডিসেম্বর সকালে এ টেঁটা উদ্ধার করা হয়। টেটা উদ্ধারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, কালাপাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান বেপারীর বাড়ির সামনে থেকে সকালে এ টেঁটা উদ্ধার করা হয়। জঙ্গিদের সাথে তাদের আতাঁত আছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নদী থেকে টেঁটা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য ২৬ ডিসেম্বর কালাপাহাড়িয়াসহ আড়াইহাজারের ১০টি ইউপিতে ভোট গ্রহণ। কালাপাহাড়িয়ায় নৌকার বিপক্ষে লড়ছে স্বতন্ত্র প্রার্থী ডালিম। এ ইউপিতে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।