আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক পরিবারের ৭জন আহত

কালকিনিতে প্রতিপক্ষের

কালকিনিতে প্রতিপক্ষের
শহিদুল ইসলাম লিখন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক পরিবারের মহিলাসহ কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার গদাধরদি গ্রামের এসকেন ফকিরের সাথে একেই এলাকার ছায়েদ ফকিরের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় ছায়েদ ফকিরের ছেলে রুহুল আমিনের নেতৃত্বে রকিব ফকির, ফরাদ ফকির ও সুজন ফকিরসহ প্রায় ১০/১২জন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে এসকেন ফকিরকে(৪৫) কুপিয়ে জখম করে। এসময় তাদেরকে বাঁধা দিলে তার মা জাহানারা বেগম(৬৫), ভাই সিরাজ ফকির(৫০), ছোট ভাই শিক্ষক মিজানুর রহমান(৩৬), ভাগ্নি মিতু আক্তার(১৭), বোন সুফিয়া বেগম(২৯) ও মেয়ে সুমাইয়া আক্তারসহ(১৭) কমপক্ষে ৭জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমাগো জমি জোরপূর্বকভাবে দখল করতে আসলে আমরা বাধা দিলে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় ছায়েদ ফকিরের লোকজন।

অভিযুক্ত রুহুল আমিনের সাথে এ বিষয় যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।