আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কারবালায় বিস্ফোরণ

ইরাকের কারবালায় যাত্রীবোঝাই বাসে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। খবর ডেইলি সাবাহ, ইন্ডিয়া টুডের।

জানা গেছে, কারবালা শহরের একটি চেকপয়েন্টের কাছে তীব্র মাত্রার বিস্ফোরণ হয়। যাত্রীবোঝাই মিনিবাসে বিস্ফোরণের ফলে নিহত হয়েছেন অন্তত ১২ জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মিনিবাসটিতে আগে থেকেই বিস্ফোরক রাখা ছিল বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা।