আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক:

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, বিস্ফোরণ একটি নয়, দুইটি হয়েছে। একটি হয়েছে বিমানবন্দরের এবে গেটে। অন্যটি হয়েছে ব্যারন হোটেলে বা এর পাশেই। গেট থেকে সামান্য দূরেই অবস্থিত এই হোটেল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে এসব লিখেছেন তিনি। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে আহতদের মধ্যে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।

কাবুল বিমানবন্দরের প্রবেশদ্বারে ঘটা বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এখবর দিয়েছে তারা। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের ফটকে হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।