আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বিপুল সংখ্যক বিয়ারসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১(সিপিসি-৩)। শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন ব্রীজ সংলগ্ন ‘তিন কন্যা রেস্তোরা’ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ইদবারদী এলাকার মৃত বাবুল ভূইয়ার ছেলে সুজন ভূঁইয়া (২৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কটিয়াদী নয়া বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে কাইয়ুম(২৭) । এসময় তাদের কাছ থেকে ৬৭২ ক্যান বিদেশী বিয়ার, ৩টি মোবাইল সেট, নগদ টাকাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ (সিপিসি-৩, রূপগঞ্জ) পূর্বাচল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) শেখ ফরিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।