আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

টি.আই.আরিফ:
আসন্ন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ মে) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন কাঞ্চন পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা । গত নির্বাচনে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সমর্থনে মেয়র নির্বাচিত হন রফিক। এবার তিনি গাজী পরিবারের সমর্থন না পাওয়ার সম্ভাবনা বেশি। দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়ান আবুল বাশার বাদশা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন। এর আগে বেলা ১২ টার দিকে মনোনয়নপত্র জমা দেন রফিকুল ইসলাম। তারা দুইজনই অত্যন্ত শক্তিশালী মেয়র প্রার্থী । এ নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে উৎসবমুখর পরিবেশ।

মেয়র পদে মনোনয়ন জমা দেয়ার পর প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী আমাকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রতিপক্ষের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
রফিকুল ইসলাম বলেন, সরকারের কাছে আমার দাবি নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়’। জনগণ আবারও নির্বাচিত করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘কাঞ্চন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে সংরক্ষিত পদে পাঁচজন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ আসনে ৩৭ জন প্রার্থী রয়েছেন।
গত ২১ মে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামি ২ জুন মনোনয়নপত্র বাছাই, ৯ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।