আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে আ.লীগ নেতার জানাজায় মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট: কাঞ্চন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ( ৪ মার্চ) বাদ যোহর কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মোঃ আনোয়ার হোসেন এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে অংশ নেয় নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য সদস্য আব্দুল মান্নান মুন্সি, এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব তাবিবুল কাদির তমাল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ অনেকে। জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী, মরহুমের বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন।

প্রসঙ্গত রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মতিউর রহমান আকন্দ এর হাত ধরে শ্রমিক রাজনীতিতে আসেন আনোয়ার হোসেন। তিনি রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন। এরপর তিনি কাঞ্চন পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মতিউর রহমান আকন্দসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।