আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চন সেতুতে অধিক টোল আদায়

বিপ্লব হাসান: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুতে অধিক টোল আদায় ও টোল আদায়ে ধীরগতির কারণে এশিয়ান হাইওয়ে ( বাইপাস) সড়কে যানজট এখন নিত্যদিনের ।

শুক্রবার (৩১ মে) সরেজমিনে গিয়ে অধিক টোল আদায় ও টোল আদায়ে ধীরগতির কারণে পবিত্র মাহে রমজানে তীব্র যানজটের চিত্র দেখা যায়। জানা গেছে, কাঞ্চন টোল প্লাজায় চারটি টোল বসানো হয়েছে। লোকবল সঙ্কটে মাঝে মধ্যে চারটি টোল বক্সের মধ্যে দুটি বন্ধ রাখা হয়। এছাড়া অতিরিক্ত টোল আদায় করার কারণে প্রায় সময়ই টোল আদায় কারীদের সঙ্গে যানবাহন চালকদের বাক-বিতন্ডা ঘটছে। মাঝে মধ্যে মারধরের ঘটনাও ঘটে।

এতে সময় কেটে যায় ২০ থেকে ৩০ মিনিট। এ সময়ে যানজট লেগে যায়। এ যানজট এক ঘন্টার মধ্যে সেতুর দু’পাশে প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার এলাকা ছড়িয়ে যায় । ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে শুরু করে মালবাহী যানবাহনের চালকরা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ক মোটামুটি প্রশস্ত হলেও এশিয়ান হাইওয়ে সড়কটি প্রশস্ত অনেকটা কম। যার ফলে এশিয়ান হাইওয়ে সড়কে কোনো প্রকার যানবাহন বিকল হয়ে পড়লে যানজট লেগে যায়। যানবাহন চালকদের অভিযোগ, কাঞ্চন সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হলে ও সেতু মেরামতের কোনো খোঁজ খবর নেই। সেতুর অনেক অংশই ভাঙ্গা ও গর্তের সৃষ্টি হয়েছে।

এসব ভাঙা অংশ ও গর্তে পড়ে অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ছে। কাঞ্চন সেতু প্রকল্প ও টোলপ্লাজার পরিচালক মোহাম্মদ কারিবুল ইসলাম জানান, ইদানিং আম , কাঠাঁল , লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলবাহী যানবাহন অতিরিক্ত বেড়ে গেছে। এছাড়া ঈদকে কেন্দ্র করে যানবাহন চলাচলের চাপ এখন বেশি । টোল আদায়ের জন্য ১৮ জন লোক নিয়োজিত রয়েছে।এছাড়াও চারটি টোল বক্স রয়েছে আরও দুইটি নতুন টোল বক্স হচ্ছে। হয়তো যানবাহনের চাপ না থাকলে মাঝে মধ্যে একটি বা দু’ টি টোল বন্ধ রাখা হয় । নির্ধারিত মূল্যের চেয়ে টোল অনেক কম দিলেই যানবাহন চালকদের সঙ্গে টোল আদায়কারীদের বাক-বিতন্ডা হয়ে থাকে। তবে সেতু এলাকা ছাড়াও অন্য কারণে যানজট সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, যানজট কমাতে ১৫ জন আনসার চাওয়া হয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কাছে। আশা করা যায়, কাঞ্চন সেতু এলাকা যানজটমুক্ত থাকবে। আর যানজটমুক্ত রাখতে সেতু প্রকল্পের পক্ষ থেকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী জানান, কাঞ্চন সেতুসহ প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে সড়ক মেরামতের কাজ চলছে। অল্প কয়েকদিনের মধ্যে মেরামত কাজ শেষ হবে। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইকবাল হোসেন জানান, আমার সঙ্গে মাত্র একজন কনস্টেবল দেয়া হয়েছে। একজন কনস্টেবল দিয়ে কতটুকু যানজট নিরসন করা সম্ভব।

পুলিশ সদস্য বাড়িয়ে দেয়া হলে যানজট নিরসন করা সম্ভব বলে তিনি দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান জানান, প্রায় সময়ই কাঞ্চন সেতু এলাকা থেকে যানজট সৃষ্টি হয়ে ভয়াবহ আকার ধারণ করে। যা নিয়ন্ত্রণ করতে পুলিশ কে হিমশিম খেতে হয়।