আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজী মনিরকে বিএনপির কমিটি গঠনের দায়িত্ব দিলেন তারেক রহমান

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা মহানগর ও থানা কমিটিকে পুনগঠন করতে নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানকে কমিটি গঠন দায়িত্ব দিয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমান এ নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও লুৎফর রহমান খোকা মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার।

জানা গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদের সাথে তারেক রহমানের প্রায় দেড় ঘন্টাব্যাপী মিটিং চলে। মিটিংয়ে দলীয় বিভিন্ন বিভিন্ন বিষয় আলাপ আলোচনা হয়। তারেক রহমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদেরকে থানা কমিটিগুলো পুনর্গঠন করার নির্দেশ দিয়েছেন। একই সাথে দলকে গতিশীল করারও তাগিদ দিয়েছেন।

সভায় কাজী মনিরুজ্জামান বলেন, ‘দল চাইলে আমি এখনই পদ ছেড়ে দিতে রাজী। প্রয়োজনে নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিব।’

উত্তরে তারেক রহমান নারায়ণগঞ্জের থানা কমিটিগুলো পুনর্গঠন করে কাজী মনিরকে সিদ্ধান্ত নিতে বলেন। সেই সঙ্গে দ্রুত বিএনপির সকলকে নিয়ে বসে দলকে শক্তিশালী করার তাগিদ দেন।