আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাচঁপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ কাচঁপুরে সড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছে।

শুক্রবার ৫ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  সোনারগাঁ  থানার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক(২০), রংপুর কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে ওহিদুল (৩২) ও চাদঁপুর মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁ থেকে ঢাকাগামী বোরাক পরিবহনে যাত্রী উঠানোর সময় হোমনা পরিবহন নামে অপর একটি বাস এসে ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার  ইনচাজ  মনিরুজ্জামান বলেন, বাস দুটি আটক আছে। ঘটনার  পর চলাক ও হেলপার পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।