আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলে উজ্জীবিত না’গঞ্জ ছাত্রদল

 নেত্রীর মুক্তির দাবি জানানোর জন্যই আমাদের প্রস্তুতি- সাহেদ
 যেভাবে আগানোর দরকার ঠিক সেভাবেই আগাচ্ছি- বাবু
 আমরা কমিটির ব্যাপারে শতভাগ প্রস্তুত আছি- সুমন

সংবাদচর্চা রিপোর্ট
আগামী মাসের ১৫ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল। ওই কাউন্সিলে ভোট দিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের ১০ জন। কেন্দ্রীয় কমিটি হওয়ার পরপরই নারায়ণগঞ্জে সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা ও কলেজ কমিটিগুলো প্রকাশ করা হবে। আর তাই কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে উজ্জীবিত নারায়ণগঞ্জ ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা।
জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নির্বাচনের জন্য কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে।

‘বিবাহিতরা প্রার্থী হতে পারবেন না। কেন্দ্র থেকে জানানো হয় বিবাহিতরা ছাত্রের মধ্যেই পড়ে না। ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীরা কাউন্সিলর হতে পারবেন। তবে বয়স ৩৫ হতে হবে’। সেই সূত্রে বলাচলে, নানা বাধ্যবাধতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন কাউন্সিল। কারণ ১৭ মাসের অধিক সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। নেত্রীর মুক্তির দাবিতে ছাত্রদলকেই ট্রাম কার্ড হিসেবে বেছে নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় কমিটি হওয়ার পরপরই দেশের সকল জেলায় বিলুপ্ত হয়ে যাওয়া কমিটি এবং নতুন করে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হবে। সেই সুবাদে নারায়ণগঞ্জে সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা ও কলেজ কমিটিগুলো প্রকাশ করা হবে। আর তাই উচ্ছাসিত নারায়ণগঞ্জ ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা।

সূত্র জানায়, সব ধরণের কমিটির খসড়া ইতিমধ্যেই জেলা ও মহানগর ছাত্রদল থেকে করা হয়েছে। শুধু মাত্র কেন্দ্রীয় নির্দেশনার কারণেই তা এখনো প্রকাশ করা হয়নি। তবে, কেন্দ্রীয় কমিটি হয়ে যাওয়ার পরপরই জেলার বিভিন্ন পর্যায়ের করা কমিটির খসড়াগুলো প্রেসে দিয়ে দেয়া হবে বলে ছাত্রদল নেতাদের কাছ থেকে জানা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ দৈনিক সংবাদচর্চাকে বলেন, দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে ও তার আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় কমিটি হওয়ার পর কেন্দ্র থেকে নির্দেশনা পেলেই আমরা ওয়ার্ড, থানা ও কলেজ কমিটিগুলো প্রকাশ করবো। আমরা আমাদের মতো করে সামনের দিকে এগোচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ১৭ মাস যাবৎ জেলহাজতে পরে রয়েছেন। যিনি তিনতিনবার দেশে সরকার পরিচালনা করেছেন। আজকে দেশে আইনের শাসন নেই বলেই আমাদের নেত্রীকে আটকে রাখা হয়েছে। আর তাকে মুক্ত করতেই আমাদের যত প্রস্তুতি।

তিনি আরও বলেন, আমরা তৈরি হচ্ছি, কেন্দ্রীয় কমিটি হওয়ার পর বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো আমরা দিবো। সেই সাথে আন্দোলন সংগ্রামের জন্য সকলকে একত্রিত করে নেত্রীর মুক্তির দাবিতে আমরা রাজপথে নামবো ইনসাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, আমাদের যে সকল ইউনিটগুলো রয়েছে সেগুলো আমরা কাউন্সিলের মাধ্যেমেই দিবো। আমরা সেই পরিকল্পনার ওপর সামনের দিকে আগাচ্ছি। ওয়ার্ড, থানা ও কলেজ কমিটিসহ যেসকল কমিটিগুলো আছে সেগুলো আমরা কাউন্সিলের মাধ্যেমেই দিবো। আমরা সাংগঠনিক ভাবে সামনের দিকে আগাতে চাই। আমাদের যেভাবে আগানোর দরকার আমরা ঠিক সেভাবেই আগাচ্ছি, সংগঠনের কাজ চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন বলেন, ইতিপূর্বেই আমরা ওয়ার্ড, থানা ও কলেজ কমিটির খসড়া করে রেখেছি। দলের স্বার্থে আমরা কখনোই অবহেলা করিনি। আর তাই আমরা কমিটির ব্যাপারে শতভাগ প্রস্তুত আছি। কেন্দ্রীয় কমিটির কাউন্সিল হলে কেন্দ্র থেকেই কমিটির বিষয়ে সর্বশেষ নির্দেশনা দেয়া হবে। আর ঠিক তখনই আমাদের করা খসড়াগুলো প্রেসে দিয়ে দিবো।

এদিকে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় কমিটির পরপরই জেলা কমিটিগুলো ঘোষণা করা হলে নারায়ণগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক শক্তি পূর্বের চেয়েও বৃদ্ধি পাবে। তারা আন্দোলন সংগ্রামে সক্রিয় হবে। আর এতে করেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।