আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর আতিকের খাদ্য বিতরণ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজীর নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পাড়া নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিক। বুধবার তারাব পৌরসভার পবনকুল, কামালনগর এবং রসুলপুর এলাকায়  দরিদ্র পরিবারে মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় কাউন্সিলর আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক সমস্যা। সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। “আপনারা ঘরে থাকুন, আপনার ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,লবণ ,ডাল ,আলু । তিনি এর আগেও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও ।