সংবাদচর্চা রিপোর্টঃ
সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকের ১০ নং ওয়ার্ডের পাঠানটুলি পানির কল এলাকায় চঞ্চল নামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে বলে শনাক্ত করা হয়েছে।
সোমবার ৪ঠা মে বিকেলে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে চঞ্চল নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।আমি গত কাল জানার সাথে সাথেই রোগীকে আইসোলেশনের ব্যবস্থা করেছি। এই ব্যক্তি যেই বাড়িতে থাকে আমরা সেই বাড়িটি লকডাউন করেছি।
চঞ্চলের পরিবারের সকলকেই হোমকয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। প্রয়োজন হলে আমরা আক্রান্ত ব্যক্তির পরিবারের সকলকে পরিক্ষা করাবো।
তিনি আরও বলেন, আমার ওয়ার্ডের করোনা পরিস্থিতি অন্যসব ওয়ার্ডের থেকে ভালো আছে। আমরা সকলের খোজ রাখার চেষ্টা করছি।
জানাগেছে, আক্রান্ত চঞ্চল পাঠানটুলিতে অবস্থিত নীট কনসার্ন গার্মেন্টেসে কাজ করতো।
তিনি বৌ বাজার এলাকায় বসবাস করে বলেও জানাগেছে।
উল্লেখ্য, করোনার হটস্পট নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে ঝুকিপূর্ণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ।জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাগেছে করোনায় আক্রান্তের প্রায় ৬২ শতাংশ ব্যক্তিই সিটি কর্পোরেশন এলাকার।
এসএস/এসএম